পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস
পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন, পর্দা সম্পর্কে কোরআনের কয়েকটি আয়াত এবং এর সাথে পর্দা নিয়ে কয়েকটি হাদিস নিয়ে বিস্তারিত। এই প্রবন্ধে পর্দা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ইসলামে পর্দা মেয়েদের জন্য আল্লাহ্ ফরজ করে দিয়েছেন। মেয়েদের যেমন পর্দা করা ফরজ তেমন ছেলে মেয়েদের দৃষ্টি সংযত রাখা ফরজ। এই প্রবন্ধে আপনারা কুরআন ও হাদিসের আলোকে এই পর্দার ব্যাপারে জানতে পারবেন। নিম্নে এ বিষয় বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ।সূচিপত্রঃ পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস
পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস
পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস এই প্রবন্ধে বা লেখায় আমরা কুরআনের আয়াত ও হাদিসের আলোকে পর্দার বিষয়টি বিস্তারিত আলোচনা করবো। নিম্নে পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস বিষয়ে তুলে ধরা হলো।
ইসলামে পর্দার গুরুত্ব অপরিসীম। এটি একজন মুমিনের চরিত্র গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পর্দা শুধুমাত্র শারীরিক আবরণের জন্য নয়, এটি চারিত্রিক ও মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। তাই আসুন পর্দার প্রতি আমরা যত্নবান হয়।
ইসলাম ধর্মের মানুষের জীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। পর্দা এই নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একজন মুসলমানের ব্যক্তিগত ও সামাজিক জীবনের শৃঙ্খলা রক্ষার অন্যতম মাধ্যম। এটার মাধ্যমে মানুষের শালীনতা বজায় থাকে।
পর্দা শব্দটি আরবি হিজাব থেকে এসেছে। যার অর্থ আবরণ, বাধা বা পর্দা। ইসলামের পরিপ্রেক্ষিতে পর্দা শুধুমাত্র পোশাকের মাধ্যমে দেওয়া আচ্ছদন নয় বরং দৃষ্টির নিয়ন্ত্রণ, আচরণগত শালীনতা এবং হৃদয়ের পবিত্রতা নিশ্চিত করা।
আরও পড়ুনঃ সূরা আল-কদরের অনুবাদ ও ফজিলত
পর্দা নিয়ে কোরআনের আয়াত বিশ্লেষণ
পর্দা নিয়ে কোরআনের আয়াত বিশ্লেষণ আপনারা এখন এই বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। চলুন পর্দা নিয়ে কুরআনের আয়াত সম্পর্কে আমরা জেনে নেই। পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস এই প্রবন্ধে পর্দা নিয়ে কুরআনের আয়াত তুলে ধরা হলো।
সূরা আন নূরের- ৩০-৩১ আয়তে আল্লাহ বলেন,
"মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য পবিত্রতর। নিশ্চয় আল্লাহ সবকিছু খবর রাখেন এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে।" (সূরা নূর আয়াতঃ- ৩০ থেকে ৩১)
সূরা আল আহযাবে- ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তা'য়ালা বলেন,
"হে নবী তোমাদের স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বল তারা যেন তাদের চাদরের কিয়াদংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্তপ্ত হবে না।" (সূরা আল আহযাব আয়াতঃ- ৫৯)
পর্দা নিয়ে হাদিস বিশ্লেষণ
পর্দা নিয়ে হাদিস বিশ্লেষণ চলুন এবার এ বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্দা সম্পর্কে রাসূল করীম সাঃ বিভিন্ন বর্ণনা দিয়েছেন। পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস এই প্রবন্ধে এখন আপনারা পর্দা নিয়ে হাদিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিম্নে এ বিষয়টি উল্লেখ করা হলো।
নারীদের পর্দার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন,
"যখন কোন নারী নামাজ আদায় করে এবং তার শরীরের আবরু রক্ষা করে, তখন আল্লাহ তা'আলা তার নামাজ গ্রহণ করেন।" (সুনানে আবু দাউদ)
পুরুষদের পর্দার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন,
"পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ।" (তিরমিজি)
আরও পড়ুনঃ সাওমের গুরুত্ব ও তাৎপর্য
পর্দার আসল উদ্দেশ্য ও তাৎপর্য
পর্দার আসল উদ্দেশ্য ও তাৎপর্য এখন আপনাদের মাঝে এ সম্পর্কে আলোচনা করা হবে। পর্দা একজন নারীর জীবনে সুশৃঙ্খলতা প্রতিষ্ঠিত করে। এর পাশাপাশি তার শারীরিক মানসিক দিক ভালো থাকে। পর্দা নিয়ে কোরআনের আয়াত ও পর্দা নিয়ে হাদিস এই আর্টিকেলে নিম্নে পর্দার আসল উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করা হলো।
পর্দার আসল উদ্দেশ্য ও তাৎপর্য
- পরিবার ও সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা- এটি পরিবার ও সামাজিক জীবনে নৈতিকতা ও শালীনতার পরিবেশ নিশ্চিত করে
- শারীরিক ও মানসিক সুরক্ষা- পর্দা নারীদেরকে হয়রানি থেকে রক্ষা করে।
- নৈতিকতা রক্ষা- পর্দা মানুষের অন্তরের পবিত্রতা রক্ষা করে
পর্দা রক্ষায় আমাদের করণীয়
পর্দা রক্ষায় আমাদের করণীয় চলুন এবার এ বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্দা রক্ষায় আমাদের কিছু করণীয় রয়েছে এগুলো সঠিকভাবে মেনে চললে আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। নিম্নে পদ্মা রক্ষায় আমাদের করণীয় গুলো উল্লেখ করা হলো।
পর্দা রক্ষায় আমাদের করণীয়
- পরিবারে পর্দার পরিবেশ সৃষ্টি করা। ছোটবেলা থেকে পরিবারের সদস্যদের মধ্যে পর্দার চর্চা নিশ্চিত করা।
- সঠিক পোশাক ইসলামী শরিআহ অনুসারে পোশাক পরা।
- আচরণে শালীনতা কথা ও কাজে শালীনতা বজায় রাখা।
- দৃষ্টি সংযোজন করা নিজের দৃষ্টি অবনত রাখা
শেষ কথা
পর্দা করা ইসলামের ফরজ একটি বিধানের অন্যতম বিধান যা শুধুমাত্র মেয়েদের জন্য নয় এটা ছেলেদের জন্য ভিন্নভাবে পালন করা ফরজ। মেয়েদের জন্য পুরো শরীরটি ঢাকা ইসলামে শরিয়াতে ফরজ এবং ছেলেদের নাভি থেকে পায়ের গিরা পর্যন্ত বা পায়ের টাখনুর উপর পর্যন্ত ঢাকা ফরজ।
পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয় বরং আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ। কুরআন ও হাদিসের নির্দেশিত পর্দার বিধান অনুসরণ করলে আমরা দুনিয়া ও আখেরাতে সফল হতে পারবো ইনশাআল্লাহ্।


জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url