মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ:জেনে নিন মেয়েদের রাগ ভাঙ্গানোর উপায়
মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ, হেডলাইনটি দেখে আপনার মনে হচ্ছে সত্যিই কি! মেয়েদের রাগ ভাঙ্গানো যায় মেসেজ দিয়ে, হ্যাঁ বন্ধুরা এমন কিছু কিছু মেসেজ রয়েছে যেগুলোর জন্য মেয়েদের রাগ অনেকটাই কমে যায়।
আমাদের বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক থাকে, যেমন কারো গার্লফ্রেন্ডের সাথে, আবার কোন বন্ধু-বান্ধবের সাথে, আবার স্বামী-স্ত্রীর সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে অনেক সময় মনোমালিন্য দেখা যায়। এগুলো দূর করতে বেশ কিছু প্রিয় মেসেজ রয়েছে যেগুলোর জন্য মেয়েদের রাগ কমে যায়।পেজ সূচিপত্রঃ মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
- মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
- মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য ক্ষমা চাওয়ার মেসেজ
- মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য আবেগী মেসেজ
- মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য নরম ও যত্নের মেসেজ
- মন ছুয়ে যাওয়ার মত মেসেজ
- গভীর অনুভূতি দিয়ে মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
- রাগ ভাঙ্গানোর জন্য রোমান্টিক মেসেজ
- প্রেমিকার রাগ ভাঙ্গানোর জন্য মেসেজ
- স্ত্রী রাগ ভাঙ্গানোর জন্য মেসেজ
- নীরবতা ভাঙ্গানোর জন্য মেসেজ
- ইসলামিক ভাবে রাগ ভাঙ্গানোর মেসেজ
- মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য বিনয়ী ক্ষমা
- শেষ কথা
মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ এই আর্টিকেলে আমি এমন ভাবে বেশ কিছু মেসেজ সাজিয়েছি ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়, যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার যার সাথে যেভাবে সম্পর্ক এবং কোন কোন ধরনের মনোমালিন্যের কারণে কোন কোন মেসেজ দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিম্নে নানা ধরনের মেয়েদের রাগ ভাঙ্গানোর বেশ কিছু মেসেজ আপনাদের জন্য উপস্থাপন করা হলো।
আপনি বিভিন্ন রোমান্টিক মেসেজ দিয়ে আপনার গার্লফ্রেন্ড, স্ত্রী এবং আপনার বান্ধবীর রাগ ভাঙ্গাতে পারেন। আবার গভীর অনুভূতি, বিনয়ের সাথে ক্ষমা এ ধরনের মেসেজ দিয়েও রাগ ভাঙ্গাতে পারেন। নিম্নে বেশ কয়েকটি মেসেজ আপনাদের মাঝে এখন তুলে ধরা হলো-
- জানি "প্রিয়" তুমি আমার জন্য রাগ করে আছো, কিন্তু বিশ্বাস কর তোমার হাসিটায় আমার সবচেয়ে প্রিয়। ত্রিভুবনে শুধু তুমি আমার আপন, প্লিজ একটু কথা বলো।
- ও আমার প্রিয় ভুলটা তো আমারই ছিল, ইচ্ছে করে তোমাকে কষ্ট দেয়নি, আমাকে আর কষ্ট দিও না প্লিজ। আমার সাথে কথা বল, প্লিজ আমাকে আরেকটি সুযোগ দাও। আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না।
- এই যে আমার প্রিয়তমা, তুমি রাগ করে থাকলে আমার দিনটা অসম্পূর্ণ লাগে, তোমার একটুখানি ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যায়। প্লিজ রাগ করে থেকো না।
- শোনো প্রিয়, রাগ করলে তুমি আরো অনেক সুন্দর হয়ে যাও, কিন্তু রাগ ভাঙ্গার পরে আমার সঙ্গে যখন কথা বলো তখন আরো সুন্দর হয়ে যাও। তখনকার সৌন্দর্যটা তোমাকে বলে বোঝাতে পারবোনা। তাই প্লিজ আমার প্রতি রাগ করে থেকো না।
- এই যে প্রিয় রাগ করে থেকো না প্লিজ। তোমার নীরবতাটা আমাকে ভেতর থেকে অনেক কষ্ট দেয়। কথা বললেই সব ঠিক হয়ে যাবে, প্লিজ একটু কথা বলো।
মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য ক্ষমা চাওয়ার মেসেজ
মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য ক্ষমা চাওয়ার মেসেজ এখন আপনাদের মাঝে তুলে ধরব। মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য আসলে কিভাবে ক্ষমা চেয়ে যে মেসেজ করা যায়, তার বেশ কয়েকটি মেসেজ আপনাদের মাঝে এখন উপস্থাপন করা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে।
- ও আমার জীবন সাথী ভুলটা আমারই ছিল, মানছি। কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বা কষ্ট দেয়ার ইচ্ছা কখনোই ছিল না। একবার ক্ষমা করে দাও প্লিজ! প্লিজ!
- ওহে প্রিয়, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমার সম্মান আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- কিরে জান এভাবে কি রাগ করে থাকা যায়, মানছি আমি ভুল করেছি, তাই বলে কি ক্ষমা করে দেওয়া যায়না। প্লিজ ক্ষমা করে দাও...
- সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে তুমি রাগ করে থেকেনো আমার জান, প্লিজ ক্ষমা করে দাও, এই পাগলটারে তোমার কি ভালোবাসতে ইচ্ছে হয়না।
- যারা সত্যিকারে ভালোবাসতে জানে, তারা ক্ষমা করতেও জানে, ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনার ভুল ক্ষমা হয়।
মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য আবেগী মেসেজ
অনেক সময় আবেগঘন বা আবেগী মেসেজ দিয়েও মেয়েদের রাগ ভাঙানো যায় নিম্নে বেশ কয়েকটি মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য আবেগী মেসেজ উল্লেখ করা হলো-
- শোনো মোর প্রিয়, "তুমি রাগ করলে আমি নিজেকে হারিয়ে ফেলি, তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় শক্তি।"
- তোমায় ভালোবেসে সব শক্তি হারিয়ে ফেলেছি, তাই রাগ করে থাকালে রাগ ভাঙানোর শক্তি আমার কিছু কিন্তু নেই, প্লিজ রাগ করে থেকেনো।
- তুমি ছাড়া সবকিছু ফাঁকা, তুমি বিহনে লাগে বড় একা, তুমি রেগে থাকলে জীবনে নেমে আসে ভীষণ বিষণ্ণতা।
- এই যে প্রিয়, তুমি রাগ করে থাকো আমি অপেক্ষা করছি, কারণ কি জানো আমার ভালবাসাটা আসল।
- তুমি না বলেছিলে আমার ওপর কোনদিন রাগ করবে না, তাহলে কেন রাগ করলে? তুমি জানো না তুমি ছাড়া আমাকে ভালো লাগেনা। প্লিজ আমার সাথে কথা বল, আমি আর থাকতে পারছি না।
- তোমার কি হয়েছে? আমার সাথে এমন করছ কেন? প্লিজ সবকিছু ভুলে যাও। তোমায় ছাড়া যে বাঁচা আমার অসম্ভব। ভুলে যেও না আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি।
মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য নরম ও যত্নের মেসেজ
মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য নরম ও যত্নের মেসেজ আপনার গার্লফ্রেন্ডের বা আপনার জীবনসঙ্গীর বা আপনার বান্ধবীর রাগ ভাঙ্গানোর জন্য বেশ কাজে লাগতে পারে। তাই দেরি না করে চলুন নিম্নে কয়েকটি মেসেজ দেখে আসি-
- তুমি সকালে খেয়েছো, আমার সাথে কথা বলছো না, অনেক রাগ হয়েছে তাই না! প্লিজ এবারের মত মাফ করে দাও। আর এমন রাগারাগি হবেনা। প্লিজ তুমি আমাকে একটিবার ফোন দিয়ে বল- কেমন আছো?
- কি হয়েছে তোমার? আমার সাথে এমন করছ কেন? আমার সাথে কথা বলছো না, আমি কিন্তু এখন পর্যন্ত কিছু খাইনি। তুমি বিশ্বাস কর তোমার সাথে যাই হোক না কেন, তুমি ছাড়া আমার জীবন কিন্তু অচল। তাই প্লিজ আমার সাথে কথা বল আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
- এই যে ম্যাডাম, এভাবে রাগ করে থাকলে হবে একটু তো কথা বলতে হবে। তুমি জানোনা তোমায় কতটা আমি ভালোবাসি। হয়তো তুমি বিশ্বাস করতে পারছ না, কিন্তু তুমি ছাড়া আমি একদম অসহায়।
- তোমার ভালোবাসাটা কত যত্নের কতটা মায়ার আমি আজ বুঝেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনদিন এমন কোন কাজ করবোনা, যার কারণে তোমার রাগ হয়। দয়া করে একটু রাগ ভাঙাও।
- আমি তখনই অসহায় হয়ে যাই, যখন তুমি আমার সাথে কথা বলোনা, আমার সাথে রাগ করে থাকো। মনে হয় পৃথিবীর সবকিছু শূন্যতার মধ্যে আমি। তাই প্লিজ এমন করোনা, আমি তোমায় ভীষণ ভালোবাসি।
- জানিনা আমি ভালোবাসাতেই বেশিক্ষণ রাগ করে থাকা যায় কিনা! তবে তুমি রেগে থাকলে আমার ঘুম আসেনা, আমার খাওয়া হয় না, আমি সত্যিকারে তোমাকে ভালোবাসি। তাই প্লিজ আমার উপর রাগ করে থেকো না।
মন ছুয়ে যাওয়ার মত মেসেজ
মন ছুয়ে যাওয়ার মত মেসেজ হেডিং দেখে মনে করছেন আসলে কি মন ছুয়ে যাবে কোন মেসেজে? হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের মাঝে এমন সকল মেসেজ দিব যেগুলো আপনার ওয়াইফ বা আপনার সঙ্গী, সাথী যাই হোক না কেন তাকে যদি এই মেসেজগুলো দেন, তার হৃদয় বা মন ছুয়ে যাবে। তো চলুন শুরু করা যাক-
- স্বার্থের এই দুনিয়াতে তোমাকে স্বার্থ ছাড়া ভীষণ ভালোবাসি। তুমি হয়তো বুঝছোনা, মনে করছে সব আবেগ। কিন্তু না আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে ভালোবাসি না। আমি শুধু তোমায় ভালোবাসি সব কিছু স্বার্থ ছাড়া। তুমি জানোনা, "প্রিয়সি কখনো কুৎসিত হয় না।"
- তোমাকে দেখামাত্রই আমার চোখ ছলছল হয় কেন জানো? কারণ তোমাকে হারানোর ভয় হয়। তোমাকে হারানোর ভয় হয় কেন জানো? কারণ তোমাকে আমি ভীষণ ভালোবাসি।
- তুমি আমার এমন একজন আপন মানুষ যাকে ছাড়া আমার এক মুহূর্ত ভাবা অনেক কষ্টের। দূরে গিয়ে হয়তো কোন কাজ করে তোমাকে সুখে রাখতে পারবো। কিন্তু আমি নিজে সুখী হতে পারবোনা। কিন্তু কাছে থেকে যে কোন কাজ করে তোমাকে খেতে দিয়ে, অনেক শান্তিতে থাকতে পারবো। এটা তুমি হয়তো বুঝবেনা কতখানি ভালবাসলে মনের ভেতরটায় এমনটা হয়।
- সাগরের জল দেখছো নিশ্চয়ই, কত বিস্তৃত বিশাল! আকাশ দেখেছো আকাশের বিশলতা কতখানি! কখনোই পরিমাপ করতে পারবেনা। তেমনি আমার ভালোবাসা কখনোই পরিমাপ করতে পারবেনা। শুধু তোমাকে বুঝে নিতে হবে তোমাকে কতটা ভালোবাসি।
- পাহাড়ের সৌন্দর্য দেখেছো নিশ্চয়ই! নিশ্চয়ই দেখেছে ঝর্ণার অপরূপ সৌন্দর্য! কিন্তু সকল সৌন্দর্যের ঊর্ধ্বে আমি যে তোমায় ভালবাসি, সেটা কি তুমি জানো! তুমি কালো হও কিংবা ফর্সা এতে আমার যায় আসে না। আমি তো তোমায় ভালোবাসি, তোমার রঙকে নয়।
- জানো মানুষ অনেক আশা করে যে তার প্রিয় মানুষটা তার পাশে সব সময় থাকবে। এমন কোন কিছু করো না যেন প্রিয় মানুষটা অনেক কষ্ট পায়। তোমাকে ভীষণ ভালোবাসি।
গভীর অনুভূতি দিয়ে মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
গভীর অনুভূতি দিয়ে মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ গুলো চলুন এবার দেখে নেওয়া যাক। কেমন হবে আসলে গভীর অনুভূতি দিয়ে মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজগুলো। নিম্নে কয়েকটি গভীর অনুভূত দিয়ে মেসেজ উল্লেখ করা হলো-
- ভালোবাসা তখনই সুন্দর হয়, যখন একে অন্যের জন্য পবিত্রতা বজায় রাখে। কোন অশ্লীল আচরণ না করে। এটাই আসলে সত্যিকারের ভালোবাসা। যা সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসবে, দুজন দুজনের কেউ চাবে না কোন অশ্লীলতা।
- নদীর জল একসময় নীরব হয়ে থাকে, তেমনি তুমি যদি রাগ করে থাকো আমার মনটা এমন নীরব হয়ে যায়, কিছু ভালো লাগে না। তাই একটু কথা বলো, যেন মনটা একটু হালকা হয়।
- তুমি আমার হৃদয়ের কোলাহল, তাহলে তুমি যদি রাগ করে থাকো আমার কি ভালো লাগবে বলো😥 প্লিজ আমার সাথে কথা বলো।
- এই জীবনে তোমার হাসি ভরা মুখ আমার বেশ প্রয়োজন, কারণ এটাই আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাই বলছি আমার প্রতি রাগ করে থেকোনা।
- তোমার মায়া মায়া মুখ আমাকে বেঁচে থাকা শেখায়, তাই তুমি যদি রাগ করো থাকো তাহলে হয়তোবা আমি বেঁচে থাকতে পারবোনা, প্লিজ আমার সাথে কথা বলো।
রাগ ভাঙ্গানোর জন্য রোমান্টিক মেসেজ
রাগ ভাঙ্গানোর জন্য রোমান্টিক মেসেজ, এই মেসেজগুলো দেখলে অবশ্যই আপনার প্রিয়তমার মন ভালো হয়ে যাবে। আর যদি সে রেগে থাকে তাহলে তার রাগ ভাঙ্গানোর জন্য আমার মনে হয় এই মেসেজগুলো যথেষ্ট। নিম্নে কয়েকটি রাগ ভাঙ্গানোর জন্য রোমান্টিক মেসেজ উল্লেখ করা হলো-
- তুমি রেগে থাকলে আমার ভালোবাসা আরো বেড়ে যায়, একটুও কমে না💕 তাহলে তুমি বোঝো তুমি রাগ করলেও তোমার ভালো না করলেও তোমার ভালো।
- তুমি আমার এমন এক অনুভূতি যা হৃদয়ের সবটুকু জুড়ে আছো💑 তোমার রাগ আমার এ হৃদয়ে অনেক ব্যথা দেয়। প্লিজ রাগ করে থেকো না।
- আকাশে লক্ষ লক্ষ তারার মাঝে একটি চাঁদ কত সুন্দর ঝলমলে আলো দেয়, তেমনি তোমার আমার ভালোবাসা চাঁদের ন্যায়। যা দুটি হৃদয়ে সব সময় আলো ছড়ায়।
- মানুষ আশা নিয়ে বাঁচে আর আমি বাঁচি তোমায় নিয়ে। তাহলে তো বুঝতেই পারছ এভাবে রাগ করে থাকলে হবে না, আমার সাথে অন্তত একটু কথা বলো💓 দেখবে সব এমনিই ঠিক হয়ে গেছে।
- আকাশের মেঘ অভিমান করলে বৃষ্টি ঝরে, আর তুমি অভিমান করলে আমার হৃদয় রক্ত ঝরে💘 তাই প্লিজ রাগ করে থেকো না, অন্তত একটু কথা বলো।
- প্রতিটি কবি কবিতা লিখে তার মনের বাসনা দিয়ে, যেন সে সবাইকে মুগ্ধ করতে পারে। কিন্তু আমি আমার হৃদয়ের ভালোবাসা শুধু তোমাকে মুগ্ধ করার জন্য তৈরি করেছি।
প্রেমিকার রাগ ভাঙ্গানোর জন্য মেসেজ
প্রেমিকার রাগ ভাঙ্গানোর জন্য মেসেজ এটা অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ বর্তমানে। কেনোনা এখনকার ছেলে-মেয়েদের মধ্যে হুটহাট একটু রাগারাগি হয়েই থাকে। তাই বন্ধু, প্রেমিক-প্রেমিকার রাগ ভাঙানোর জন্য চলো এবার বেশ কয়েকটি মেসেজ দেখে নেওয়া যাক-
- এই যে আমার পাগলিটা, আমার উপর রাগ করেছো, বেশ করেছো, এই বদম্যাশ কে উচিত শিক্ষা দিয়েছো, কিন্তু আর না আমি আর থাকতে পারছিনা, প্লিজ রাগ কমাও। আমাকে মাফ করে দাও।
- ওই জান শোনো, ভালোবাসি তোমায়। একটু ভুল না হয় আমারি ছিল, তাই বলে তুমি কথা বলবেনা। এইবারের মতো মাফ করে দাও, প্লিজ রাগ শেষ করে আমার সাথে কথা বলে যাও।
- লক্ষ্মী আমার, রাগ করেনা, আমি যে তোমার প্রেমিক। তোমায় ভালোবেসে আমার জীবন করবো যে রঙ্গিন। হাসি মাখা মুখটা তোমার আমার জন্য প্রেমেরি প্রতিক।
- এই যে আমার পিতলা ঘুঘু রাগ করে থেকোনা, রাগলে তোমায় লাগে আমার হীরামন পাখি। তুমি ছাড়া এই জীবন আমার বড় অসহায়। তোমার মায়া-আদর আমায় বাচতে যে শেখায়।
- আকাশ ভরা চান্দের আলো, তোমার রাগ লাগে ভালো, ভালোবাসি তোমায় আমি এই কথাটি তুমি জানো, রাগ ভেঙ্গে এসো কাছে, না হলে জীবন আমার চোখের জলে ভাসে।
স্ত্রী রাগ ভাঙ্গানোর জন্য মেসেজ
স্ত্রী রাগ ভাঙ্গানোর জন্য মেসেজ গুলো দেখে নিন আপনার অনেক কাজে লাগতে পারে। স্বামী-স্ত্রী মধ্যে মাঝে মাঝে একটু মনমালিন্য হয়। আর এই মিষ্টি মুখী স্ত্রী রাগ ভাঙানোর জন্য নিম্নে সুন্দর সুন্দর মেসেজ গুলো দেখে নিন।
এই মেসেজ গুলো আপনি আপনার স্ত্রীকে লিখে দিতে পারেন। আবার মোবাইল ফোনেও অনুভূতি দিয়ে কথা বলতে পারেন। আবার কোনো গিফটে লিখে দিয়ে উপহার দিতে পারেন।
- তুমি আমার জীবন সাথী আমার সারা বেলা, তুমি আমার ইহকালের আমৃত্যু ভেলা। পরকালের জন্য যেন আমি তোমায় পাই, তুমি বিহীন এ জীবন বড্ড অসহায়। তাই রাগ করে থেকো না আমার সোনা পাখি, তোমার জন্য নিয়ে এসেছি হৃদয় নিংড়ানো হাসি। (কোন গিফটের উপরে এটা লিখে দিতে পারেন)
- ওগো আমার অর্ধাঙ্গিনী তুমি যখন রাগ করে থাকো তখন আমার হৃদয়ের ঘন কালো মেঘ ছেয়ে যায়। সেই মেঘের আড়াল থেকে আমি যেন বের হতে পারিনি। আমাকে বড় অসহায় লাগে, বড় একা লাগে। আমি থাকতে পারিনা, আমার ভেতরে ছটফট করে, এই বুঝি আমার প্রাণ যায় যায়। তাই প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না, অন্তত কথা তো বলবে।
- সাদা খামে লিখলাম চিঠি ওগো আমার প্রাণের সাথী। রাগ করে থেকো না প্লিজ কাছে একটু এসো, আমায় ভালোবাসো। রাগ করে থাকলে তুমি আমার কলিজা ছিড়ে যায়। বোঝো না কেন তুমি আমার প্রাণের সাথী তুমি ছাড়া আমার জীবনে বড্ড অসহায়।
- ওগো আমার জীবন সাথী যখন তোমার নাম এ বুকে লিখেছি, তখন থেকেই তোমার রাগ অভিমান সবকিছুই ভালবেসেছি। তুমি যতই রাগ করো না কেন আমার ভালোবাসা একটুও কমবে না। কিন্তু তুমি রাগ করলে আমি অনেক কষ্ট পায়। ভুল না হয় আমার ছিল, কিন্তু ক্ষমা তো মহৎ গুন, প্লিজ ক্ষমা করে দিয়ে আমাকে ভালোবাসো।
- আজ নিজের ভুল বুঝতে পেরেছি তুমিহীন জীবনটা কত অসহায়। এই যে তুমি কথা বলছো না রাগ করে আছো মনে হচ্ছে যেন সকল কিছু আমার উপর ভেঙে পড়েছি। আমি বড় অসহায় পড়েছি। সবাই থেকেও যেন আমার কাছে কেউ নেই। প্লিজ আমার সাথে আর এমন করো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
- তুমি আমার এমন মায়া, যখন তুমি রাগ করে থাকো তখন আমি এতটা একা হয়ে যায় যে- মনে হয় পৃথিবীর সকল শূন্যতা আমার মাঝে এখন বিরাজ করছে। ভুল একটু হতেই পারে তাই বলে আমার সাথে কথা বলবে না। জানো না তুমি ছাড়া আমার জীবন কেমন? তুমি কি জানো না তোমাকে কত ভালোবাসি? তোমাকে তো নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। তুমি ছাড়া জীবনটা আমার কেমন? আমি তোমাকে কিন্তু অনেক মিস করছি, "আই লাভ 💗 ইউ জান।"
নীরবতা ভাঙ্গানোর জন্য মেসেজ
অনেক সময় দেখবেন আপনার সঙ্গী কোন কথা না বলে নীরব হয়ে আছে। হয়তো তার মন খারাপ অন্য কোন বিষয় বা আপনার সাথে কিছু হয়নি, এমনিতেই মন খারাপ খুব নীরব হয়ে আছে। বলেনা যে আমার কিছু ভালো লাগছে না এরকম টাইপের। তো এরকম যখন হবে এই নীরবতা ভাঙ্গার জন্য আমি বেশ কিছু মেসেজ আপনাদের জন্য এখন উপহার দিচ্ছি। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে।
- রাগ করে না টুনটুনি-আনবো কিনে ঝুনঝুনি, সেজেগুজে বিকেল বেলা-আমার সাথে করবে খেলা।তোমার আমার মিলনে-গোলাপ দিব দুজনে। বাঁধবো দুজনে সুখের ঘর-থাকবো মোরা জীবনভর।
- সোনা তুমি কথা না বললে আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। রাগ থাকলেও একদিন তো কথা বলবে, সেই আশাতেই আছি। ভাবছি হয়তোবা এখনই কথা বলবে। তাই বলে ভেবোনা তোমায় ছেড়ে চলে যাব। তুমি যতই নীরব থাকো না কেন আমি তোমাকেই ভালোবাসি।
- কিরে কলিজা, তাড়াহুড়া কিসের রাগটা একটু সময় নিয়েই নামাও। আমি তো পালিয়ে যাচ্ছি না। যতদিন লাগে আমি অপেক্ষা করছি কারণ তোমাকে ভীষণ ভালোবাসি।
- এত নীরবতা কিসের তোমার, যখন আমি তোমাকে এত ভালোবাসি। তোমার তো কোন কিছুর ভয় নেই, আমিতো তোমার সাহস। আমি তোমার সব, তবে কিসের জন্য তুমি মন খারাপ করে বসে আছো আমাকে বলো সব ঠিক হয়ে যাবে।
- কি ব্যাপার তোমার কি হয়েছে? এমন করে আছো কেন আমার কাছ থেকে কোন ভুল হয়ে গেছে? যদি কোন ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দাও। আর যদি অন্য কোন ব্যাপার হয় তাহলে আমার সাথে শেয়ার করো। আমি কি তোমার ভালবাসার মানুষ না? আমাকে বল সব ঠিক হয়ে যাবে।
ইসলামিক ভাবে রাগ ভাঙ্গানোর মেসেজ
আমরা অনেকেই আছি যারা একটু ভদ্র বা ইসলামিক ভাবে রাগ ভাঙ্গানোর মেসেজ দিতে পছন্দ করে তাদের জন্যই মূলত আমার এই ছোট্ট প্রচেষ্টা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কয়েকটি ইসলামিক ভাবে রাগ ভাঙ্গানোর মেসেজ উল্লেখ করা হলো-
- এই যে জান সোনা, আল্লাহ জানেন তোমাকে কষ্ট দেওয়ার কোন ইচ্ছা আমার ছিল না। আমি আশা করছি ও দোয়া করছি আল্লাহ সবকিছু আমার ঠিক করে দিবে। "ইনশাআল্লাহ"
- দেখো পাখি, রাগের সময় নিরবতাটা অনেক ভালো, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে কথা বলাটাও না অনেক জরুরী। রাগ করে থেকো না আমার সাথে কথা বল। প্লিজ আল্লাহ তোমাকে আমাকে নিশ্চয়ই ভালোবাসে।
- প্লিজ! আমার কলিজা নিংড়ানো ভালোবাসার পাখি, রাগটা আল্লাহর জন্য ছেড়ে দাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি-তোমার সাথে একটু কথা বলার জন্য।
- আমার জান, "আল্লাহ" যদি আমাদের একসাথে করে রাখেন তাহলে রাগ করে থেকো না, আর বেশি সময় রাগ করে থেকোনা, চলোনা সব ঠিক করে ফেলি। আল্লাহর কসম আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
- এই কলিজা শোনো, এভাবে রাগ করে থেকো না, আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করুন, আমাদের মাঝে ভালোবাসা বাড়িয়ে দিন। "আমিন"
মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য বিনয়ী ক্ষমা
মেয়েদের রাগ ভাঙ্গানোর জন্য বিনয়ী ক্ষমা এবার আপনাদের মাঝে উপস্থাপন করব। আমি আশা করছি উপরের সকল বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে। এ বিষয়টি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের জন্য বেশ কয়েকটি বিনয়ী ক্ষমার ম্যাসেজ নিম্নে তুলে ধরলাম।
- কলিজা আমার, আমি যদি তোমার বিশ্বাস আঘাত করে থাকি। তবে আমি সত্যিই খুবই লজ্জিত। প্লিজ আমাকে একবার নিজের ভুলটা ঠিক করার সুযোগ করে দাও। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
- এই যে আমার প্রিয় মানুষ, ভুল মানুষ আমি নিখুঁত তো নই, কিন্তু তোমার সম্মান ও ভালোবাসা আমার কাছে অনেক দামি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
- জান পাখি, আমাদের ঘরটা তোমার হাসিতে সুন্দর হয়, রাগ করে থাকলে ঘরটা অনেক ফাঁকা লাগে। তাই রাগ করে থেকো না প্লিজ! প্লিজ!
- শোনো, আমি তো নিখুঁত মানুষ নই, ভুল আমি করতেই পারি। কিন্তু জানো তোমার সম্মান আর সুখ আমার দায়িত্ব। প্লিজ রাগটা নামাও।
- তুমি শান্ত হলে-আমি পূর্ণ হই, তুমি হাসলে-আমি উচ্ছ্বাস হয়। তুমি রাগলে আমি কষ্ট পাই। প্রতিদিন তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের ভুল বোঝাবুঝি দূর করে। "আমিন"
শেষ কথা
পরিশেষে আপনাদের শুধু একটি কথা বলতে চায় যে, আপনারা উল্লেখিত মেসেজগুলো সঠিক ভাবে ব্যবহার করিয়েন। এগুলো যদি ভালো লাগে তবে আমাকে ফলো দিয়েন।
আর কারও কোনো মেসেজ প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানায় আমার সব কিছু উল্লেখ করা আছে।


জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url